পর্যটকদের নিরাপত্তা বাড়াতে দার্জিলিং পাহাড়ে উইনার্স বাহিনী

নিজস্ব প্রতিবেদন ঃ পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে এবার মোতায়েন করা হচ্ছে উইনার্স বাহিনীকে। পাশাপাশি মহিলা পর্যটকদের হেনস্থা এবং ইভটিজারদের শায়েস্তা করবে এই বাহিনী। শনিবার দার্জিলিং জেলা পুলিশের এই উইনার্স বাহিনীর সূচনা করা হয়। টিমে রয়েছেন ৩০ জন মহিলা পুলিশকর্মী। এদিন সুকনা থানা থেকে এই বাহিনীর সূচনা করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি ডি পি সিং। এই বাহিনী দুটি টিমে ভাগ হয়ে কাজ করবে, একটি টিম কালিম্পংয়ে থাকবে।