নিজস্ব প্রতিবেদন ঃ বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে বিক্রি করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষ দোষীদের অভিযোগ এক যুবক ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিক্রি করার জন্য কলকাতা থেকে নিয়ে আসে ইসলামপুরে। তারপর এক মহিলার হাতে তুলে দেওয়ার সময় ওই যুবতীকে টানাটানি করতে শুরু করে। বিষয়টি স্হানীয়দের নজরে এলে জিজ্ঞাসাবাদ শুরু করার সময় ওই যুবক ঘটনাস্থল থেকে ওই যুবতী ও মহিলাকে ছেড়ে পালিয়ে যায়। স্হানীয়দের অভিযোগ ওই মহিলার বাড়ি ইসলামপুর নিষিদ্ধ পল্লী এলাকায়।
অন্যদিকে ওই মহিলার দাবি তার ছেলে ওই যুবতীকে বিয়ের করার উদ্দেশ্যে নিয়ে আসে। এবং ওই মহিলা তার নিজের বাড়ি ইসলামপুর থানার দহস এলাকায় বলে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গেলে ওই যুবতী ও মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।