নিজস্ব প্রতিবেদন ঃ বাড়ি আছে ৩৫ বছর বয়সী এই যুবকের । কিন্তু ওর বাবা-মা কেউ নেই। নাম উজ্জ্বল রায়। মানসিকভাবে অসুস্থ বেশ কিছুদিন ধরে। এই উজ্জ্বল রায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ধারে আশিঘর নরেশমোড় এলাকায় রাস্তার ধারে ঘুমোচ্ছিল। তার পাশাপাশি পথচারীদের সে ইট পাটকেল ছুঁড়ছিল। কখনো লাঠি নিয়ে ধেয়ে যাচ্ছিল, ফলে অনেকেই চিন্তায় পড়ছিলেন। আশিঘর পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি জানানো হয় ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা রায়কে। পূজাদেবী বিগত চার দিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে ধরার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছুতেই সফল হচ্ছিলেন না। পূজাদেবীকেও ওই মানসিক ভারসাম্যহীনের লাঠির বাড়ি এব পাথর হজম করতে হয়েছে। তারপরও হাল ছেড়ে দেননি পূজাদেবী। অবশেষে বুধবার আসে সফলতা। পূজাদেবী এদিন ৪-৫ জন যুবককে সঙ্গে নিয়ে আশিঘর মোড়ের কাছে যান। তারপর উজ্জ্বল রায়কে আটক করতে সমর্থ্য হন। এরপর পূজাদেবী উজ্জ্বল রায়ের চুলদাড়ি কেটে দেন, তাকে নতুন বস্ত্র পড়ান। পেট ভরে খাওয়ানোর বন্দোবস্তও করেন। পূজাদেবী জানিয়েছেন, আপাতত উজ্জ্বল রায় এলাকায় রাস্তার ধারে থাকলেও তিনি তুফানগঞ্জ মানসিক চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করছেন। সেখানে ভর্তি করে উজ্জ্বল রায়কে চিকিৎসার মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে চান। পূজাদেবীর এই মানবিক ভূমিকায় পুলিশ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-