তিস্তা পারের কাশবনই স্টুডিও জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি শহর বাসীর কাছে এখন স্টুডিও তিস্তাপারের কাশবন। পাশাপাশি সেলফি জোনও।*
*দেবীপক্ষের সূচনার আর খুব বেশি দেরি নেই। বিভিন্ন টিভি চ‍্যানেল ও সোশ্যাল মিডিয়া‌র জন্য ইতিমধ্যে‌ই শুরু হয়ে গেছে মহালয়ার দূর্গা পূজার প্রস্তুতি। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে তিস্তা নদীর চরে শুরু হয়েছে মহালয়ার শুটিং*

জলপাইগুড়ি‌তে তিস্তা নদীর পাড়ে একদল যুবক যুবতীকে দেখা যাচ্ছে মহালয়া‌র শুটিংয়ের কাজে ব‍্যস্ত থাকতে। তিস্তা পাড়ের কাশবনে এই শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। আর কিছুদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। করোনা আতঙ্ক ও সরকারি বিধিনিষেধের জন্য পুুুুজোর আয়োজনে এবারও উৎসাহ কিছুটা কম রয়েছে। তবে এর মধ্যেও করোনা আতঙ্ককে দূরে সরিয়ে তিস্তা চরের বিভিন্ন প্রান্তে চলল মহালয়ার শুটিং। নদীর চরে কাশবন ও জঙ্গল এলাকায় হ‌ওয়া এই শুটিং দেখার জন্য এসেছে‌ন অনেক উৎসাহী মানুষ। শুটিংয়ে অংশ নেওয়া কলাকুশলীদের দেখে দুর্গাপুজোর কিছুটা আভাস পাওয়া যাচ্ছে আকাশে বাতাসে। তবে এ সময়ে এধরনের ফটোশুট করতে পেরে ফটোগ্রাফাররাও খুশি প্রকাশ করলেন।