নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ এবারে খবরের ঘন্টার নিবেদন — নারী ও শিশু পাচার থেকে সাবধান। বর্তমান বিশ্বে বড় সমস্যা নারী ও শিশু পাচার। নেট যুগে মানুষ উন্নত হলেও অনেক অন্ধকার রয়ে গিয়েছে সমাজে। অন্ধকারের এই সব পশুরা নারী ও শিশুদের ওপর অত্যাচার চালিয়ে এবং তাদের অন্ধকার জগতে পাচার করে সভ্যতার উন্নয়নে কুড়াল ঠুকছে। খবরের ঘন্টার সম্পাদক এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কলম ধরেছেন।লিখেছেন সঙ্গীত। সেই সঙ্গীতে সুর দিয়েছেন পত্রিকার সহ সম্পাদিকা শিল্পী পালিত। শিল্পীকে যন্ত্র সঙ্গীতে সুন্দরভাবে সহযোগিতা করেছেন সুপ্রিয় ব্যানার্জী। আর অডিও এডিটিংয়ে তাকে অন্য মাত্রা দিয়েছেন দেবাশিস রায়। ভিডিও এডিটিং করেছেন বিকি সাহা।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়, সিনির শেখর সাহা, সমাজ কর্মী অভিজিৎ দাস এবং কাঞ্চন পালিত। তার বাইরে শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ ও শিলিগুড়ি তরাই বি এড কলেজ এবং ফুলবাড়ি চ্যাংরাবান্ধার সোয়াসতিকা ইকো পার্ক রিসর্ট এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পত্রিকা সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। আসুন নারী পাচারের বিরুদ্ধে এই গান শুনে আওয়াজ তুলি।নিচের লিঙ্কে ক্লিক করুন।