শিলিগুড়িতে নতুন আরও একটি এন্ডোস্কপি সেন্টার

নিজস্ব প্রতিবেদনঃ উত্তরবঙ্গ নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেডের একটি অত্যাধুনিক এন্ডোস্কোপি সেন্টার জুপিটার এন্ডোস্কোপি সেন্টার শিলিগুড়ি প্রধান নগরে রবিবার ২৭শে আগস্ট উদ্বোধন করা হলো। কলকাতার পিজি হাসপাতালের একজন ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ রাহুল গোয়েলের মাধ্যমে এখানে প্রথম ERCP পরিচালিত হলো । এই নতুন গ্যাস্ট্রোএন্টারোজি বিভাগ এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ইআরসিপি-তে অগ্রিম চিকিৎসা প্রদান করবে। এটি গলব্লাডার, পিত্ত নালী, অগ্ন্যাশয়, খাদ্যনালী, ছোট ও বড় অন্ত্র এবং যকৃতের রোগের জন্য একটি ডে কেয়ার সেন্টার।
পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, তলপেটে ব্যথা এবং মলের মধ্যে রক্ত বা শ্লেষ্মা এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম ইত্যাদির জন্য লাইফস্টাইলের রোগগুলিও এখানে পরীক্ষা করা যেতে পারে।এখানে
এন্ডোস্কোপি হচ্ছে সহজ এবং নিরাপদ। এবং এরজন্য ভয় পাওয়ার কিছু নেই। এর জন্য ন্যূনতম কোনও অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয় না। এতে শরীরের কোনও কাটাকাটির ব্যাপার নেই, তাই শরীরে কোন দাগও হয় না । আর রোগীর কাছে পুরো বিষয়টি সহ্য করাও সহজ।
নর্থবেঙ্গল নিউরো সেন্টার নিউরোসার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিকস, লেজার সার্জারি, ডেন্টিস্ট্রি, ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিতে উন্নত চিকিৎসা প্রদান করে একটি বহু আলোচিত কেন্দ্র হয়ে উঠেছে উত্তরবঙ্গে । রবিবার এই জুপিটার এন্ডোস্কপি সেন্টার উদ্বোধন উপলক্ষে সাংবাদিক বৈঠক হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–