ঝুলন পূর্নিমা উপলক্ষে মন্দিরের দুয়ারে রক্ত দান

নিজস্ব প্রতিবেদন ঃ মন্দিরের দুয়ারে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে।
শিলিগুড়ি সুভাষপল্লীর সারস্বত সংঘ মন্দির কমিটির ব্যবস্থাপনায় বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সহযোগিতায় এবং ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী বাপন দাসের উৎসাহ দানে রবিবার ২৭ আগস্ট ঝুলন পূর্নিমাকে সামনে রেখে ওই শিবিরের আয়োজন করা হয়।
সেই সঙ্গে ছিলো চোখের পরীক্ষা ছানির অপারেশন, সুগার ও ব্লাড টেস্ট ।।মন্দির কমিটির পক্ষে খগেন্দ্রনাথ এবং কবিতা বনিক বলেন, এই প্রথম মন্দির প্রাঙ্গনে এই ধরনের সামাজিক কাজ হলো ।। সংগৃহিত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ।এদিন
প্রথম রক্তদান করেন রুম্পা ধর ও কৃষ্ণা বোস ।।
শহরের দুই যুবকযুবতী সৃজা ও ঋত্তিকও রক্তদান করে সমাজের প্রতি ইতিবাচক বার্তা দেয়।এই মানবিক আয়োজনের জন্য বাপন দাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরুপ সংবর্ধনা দেওয়া হয় মন্দির কমিটির তরফে।সংবাদ মাধ্যম খবরের ঘন্টাও এই রক্ত দান সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
১০৮ শ্রী মদ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের শুভ জন্মদিন ” ঝুলন পূর্ণিমা ” তিথি উপলক্ষে রবিবার ২৭শে আগস্ট এই
রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়েছিল।
পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো রক্তদান। রক্তদান মানে জীবন দান। আপনার দেয় রক্তে তিনজনকে বাঁচানো সম্ভব। রক্তদান আন্দোলনের বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের সহযোগিতা এবং মহানুভবতায় অভিভূত সারস্বত সংঘ মন্দিরের সকল ভক্ত বৃন্দ। নতুন প্রজন্মও এগিয়ে আসছে রক্তদানে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—