প্রবল বর্ষনে বিপর্যস্ত শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ,পাহাড়ে ধস

নিজস্ব প্রতিবেদন ঃ টানা বর্ষনের জেরে বিপর্যস্ত শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ। কদিন ধরেই ভারী বর্ষন চলছে উত্তরবঙ্গে। ফলে সব নদীগুলো ফুঁসে উঠেছে। শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী বহু এলাকা জলমগ্ন। কোথাও রাস্তাতেই হাঁটু জল,কোথাও কোনও বাড়িতে জল। কিছু কিছু এলাকায় পুরসভার নর্দমা প্লাস্টিক সহ অন্য জঞ্জাল দিয়ে ভরে রেখেছে কিছু মানুষ। ফলে সেই সব নর্দমা দিয়ে জল যেতে না পারায় তা রাস্তায় উপছে পড়ছে।
শিলিগুড়ি শক্তি গড়ের বিভিন্ন স্থানে জল জমে এদিন। শক্তি গড় থেকে আমাদের কাছে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে, সেখানকার তিন নম্বর রাস্তায় পাঠাগারের কাছে রাস্তায় জমেছে জল।সেই জমা জল থেকে এলাকার মানুষের দুর্ভোগ হয়। স্থানীয় বাসিন্দারা নিকাশী ব্যবস্থা চাঙ্গা করার জন্য পুরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে শুক্রবার থেকে অতি বর্ষনের ফলে শিলিগুড়ি শহর লাগোয়া শিবমন্দির সৎসঙ্গ বিহার, বিএড কলেজ ও আনন্দ মার্গ স্কুল সংলগ্ন পাড়ায় অনেক বাড়ীতে বৃষ্টির জল প্রবেশ করেছে। এতে সেখানকার বাসিন্দাদের বিশেষ করে মহিলা ও শিশুদের অবস্থা সঙ্গীন করে তুলেছে। বৃষ্টির জল বেরনোর কোনও ব্যবস্থা বা নর্দমা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বিডিও অফিসে বারবার বলেও তেমন কাজ হচ্ছে না, ১৯০ মিটার দীর্ঘ নালার মাত্র পঞ্চাশ শতাংশ হয়েছে কয়েকমাস আগে, ছয়মাস অতিক্রম করার পরও যথাযথ ব্যবস্থা হচ্ছে না।স্থানীয় বাসিন্দা সজল কুমার গুহের নেতৃত্বে শিবমন্দিরের নাগরিকরা এদিন বিডিও অফিসে গিয়ে পুরো বিষয়টির জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে টানা বর্ষনের জেরে পাহাড়ের রংটং – গয়াবাড়ি – তিনধারিয়ার মধ্যে ফের ধস নামে শনিবার ।ফলে শুরু হওয়ার চারদিনের মাথায় আবার পরে সাময়িকভাবে বন্ধ শিলিগুড়ি এবং দার্জিলিং-এর মধ্যে টয় ট্রেন পরিষেবা। আপাতত বন্ধ থাকলেও ধস সরিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে টানা বৃষ্টির পর জলমগ্ন শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের জোড়াপানি নদী সংলগ্ন দাসপাড়া এলাকা।স্থানীয় বাসিন্দারা পুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।