মাউন্ট ইয়ুনম পর্বতশৃঙ্গ আরোহন এক্সপ্লোরার্স ক্লাবের

নিজস্ব প্রতিবেদন ঃনর্থবেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের পরিচালনায় দীপঙ্কর দের নেতৃত্বে আটজন সদস্যের একটি পর্বতারোহী দল শিলিগুড়ি থেকে গত ১৭ ই আগস্ট হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় অবস্থিত মাউন্ট ইয়ুনম পর্বত শৃঙ্গ আরোহণ করার উদ্দেশে রওনা হয়। পর্বত শৃঙ্গটির উচ্চতা ৬১১১ মিটার বা ২০০৫০ ফুট। অভিযানে অংশগ্রহণকারিদের মধ্যে নেতৃত্বে ছিলেন দীপঙ্কর দে। আরও অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন ক্লাব সম্পাদক ডাঃ স্বরূপ কুমার খা, শুভজিৎ ভদ্র, সুমন চক্রবর্তী, ডাঃ অনিক মন্ডল, আজিমুন আখতার, আগমনী দত্ত এবং রিতেশ কেডিয়া।
২২শে আগস্ট এই পর্বতারোহী দলটি লাহুল উপত্যকায় ভরতপুরে বেস ক্যাম্প স্থাপন করে যার উচ্চতা ১৫০০০ফুট। ২৫ শে আগস্ট ১৭০০০ ফুট উচ্চতায় গিয়ে তাঁরা ক্যাম্প স্থাপন করে। ২৬ শে আগস্ট রাত দুটোয় শৃঙ্গ আরোহণের উদেশ্যে রওনা দিয়ে দলের ছয়জন দীপঙ্কর দে, ডাঃ স্বরূপ কুমার খা, শুভজিৎ ভদ্র, ডাঃ অনিক মন্ডল, আজিমুন আখতার, আগমনী দত্ত সকাল ৮:৩০ য়ে দলটি মাউন্ট ইয়ুনম পর্বত শৃঙ্গ আরোহণ করে। নর্থবেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের তরফে জানানো হয়েছে, দলের সকল সদস্য সুস্থ রয়েছেন এবং আগামী ৩০ শে আগস্ট দুপুরে দিল্লি হয়ে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবেন তাঁরা ।