শিলিগুড়ি মহিলা কলেজ চত্বরে সৌমির বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদন ঃ মহিলাদের স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি।সারা বছর ধরেই মানুষের সেবায় বিভিন্নরকম কর্মসূচি নিয়ে থাকে সৌমি। এবারে সৌমির মহিলা সদস্যরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করলেন। মঙ্গলবার সেই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয় শিলিগুড়ি ডাবগ্রামের মহিলা কলেজ চত্বরে। অনুষ্ঠানে সৌমির তরফে সমাজসেবী তথা বরো চেয়ারম্যান মিলি সিনহা, কাউন্সিলর লক্ষ্মী পাল,সমাজসেবী তথা নৃত্য শিল্পী শ্রাবনী চক্রবর্তী এবং সৌমির সদস্যরা উপস্থিত ছিলেন। সৌমির তরফে সম্পাদিকা শ্রাবনী চক্রবর্তী জানিয়েছেন, মূলত তাঁরা পলাশ গাছই ওই কলেজ চত্বরে রোপন করেছেন।তার সঙ্গে অন্যান্য গাছও ছিলো। সৌমির এই ধারাবাহিক বিভিন্ন সামাজিক কর্মসূচির তারিফ করেন কলেজ ছাত্রীরাও।