বিপ্লব রায়মুহুরি(সাধারণ সম্পাদক,বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি)ঃবর্তমান কোভিড পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে শিলিগুড়ি পৌর এলাকার সমস্ত মার্কেট/বাজারগুলি সপ্তাহে একদিন বন্ধ রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আরও কিছু ব্যবসায়ী সমিতি/বাজার কমিটি সপ্তাহে একদিন তাদের মার্কেট/বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যান্য বাজারের সঙ্গে ‘টাউন স্টেশন ক্লথ মার্কেট’ প্রতি মঙ্গলবার এবং ‘রবীন্দ্রনগর পোস্ট অফিস মোড়’ প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে। এছাড়া ‘বিধান রোড’, ‘গৌরী শংকর মার্কেট’ ও অন্যান্য মার্কেটের সাথে ‘হকার্স কণার মার্কেট’, ‘নিবেদিতা মার্কেট’, ‘হিল কাট রোড আলুপট্টি’ এবং ‘মহাবীরস্থান মূল মার্কেট’ প্রতি রবিবার বন্ধ থাকবে। কিন্তু পূর্বের ঘোষণা মতো ‘টিকিয়াপাড়া বাজার’ সহ ‘মহাবীরস্থান বাজার’ (বিশেষতঃ ফল, সবজি ও খুচরা দোকানগুলি) প্রতি শুক্রবার এবং ‘নিউসিনেমা রোড’ প্রতি বৃহস্পতিবার বন্ধ রাখা হবে।
জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নির্দেশে ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’ সিদ্ধান্ত নিয়ে কোভিড সংক্রমণ মোকাবিলা করতে শিলিগুড়ি শহরের সমস্ত ব্যবসায়ী সংগঠনকে সপ্তাহে একদিন মার্কেট/বাজার বন্ধ রাখার আবেদন করেছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসায়ী সমিতি/বাজার কমিটি সাপ্তাহিক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি সাপ্তাহিক বন্ধের দিন মার্কেট/বাজারগুলিতে স্যানিটাইজ করবার জন্য ‘শিলিগুড়ি পৌর কর্পোরেশন’-কে ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।