শিলিগুড়ি শহরকে আবর্জনা মুক্ত করার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন ঃ পশ্চিমবঙ্গ সরকারের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-র পক্ষ থেকে শিলিগুড়ি পুর সভার হাতে ৮ টি গাড়ি তুলে দেওয়া হল,সাথে ১৪ টি টোটো । এগুলো লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট করে ভাগাভাগি করা আছে । পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, আমরা এই উন্নত মানের গাড়িগুলো আবর্জনা সংগ্রহ করবার কাজে ব্যবহার করবো । গাড়িগুলো ওপর দিক থেকেও ঢাকা থাকায় আবর্জনা উপচে পড়ার কোনো সমস্যা নেই । ধীরে ধীরে ওয়েস্ট ম্যানেজমেন্টকে একটা স্মার্ট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে তাঁরা গড়ে তুলতে চান বলে গৌতমবাবু জানিয়েছেন । আগামী ৫/৬ মাসের মধ্যে শিলিগুড়ি শহরকে সম্পূর্ণ রূপে আবর্জনা মুক্ত শহরে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের ।