জলপাইগুড়িতে করোনা সহায়তা কেন্দ্রের পাশে পুজোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন ঃ কোভিড সহায়তা কেন্দ্রের পাশে ভিত পুজো করে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হল জলপাইগুড়িতে। বুধবার মুহুরিপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটির ভিত পুজো অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গনে।
করোনাবিধি মেনে ঢাক বাজিয়ে ও পুরোহিতের উপস্থিতিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এবার ৭০ তম পুজো হচ্ছে মুহুরিপাড়ায়। যদিও করোনার জন্য বাজেট অনেকটাই কম ধরা হয়েছে। গতবারের মত এবারও করোনার কারণে পুজো ছোট করে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক উত্তম বসু।তিনি বলেন, করোনা আক্রান্ত মানুষদের পরিসেবা দেওয়ার পাশাপাশি এবার এক‌ইসাথে দুর্গা পুজোর ভিত পুজো করা হল। পুজো‌য় এবার‌ও কোন‌ও আড়ম্বর হবে না। পুজো করার জায়গায় পুরোটাই কোভিড সহায়তা কেন্দ্র রয়েছে। এজন্য পাশের একটি ছোট্ট জায়গায় পুজো হচ্ছে এবার।