নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৮ জুলাইঃ বিগত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার শিলিগুড়িতে অনেকটাই কমলো করোনা আক্রান্তের সংখ্যা। অন্যান্য দিনের তুলনায় এদিন মৃত্যুর হারও অনেকটাই কম। জানাগেছে, মঙ্গলবার শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ২৭ জন। এর পাশাপাশি শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকাতেও করোনার সংক্রমণ মিলেছে ২ জনের শরীরে। শিলিগুড়ি পুর এলাকার ৩, ৪, ৬, ১০, ১৩, ২৫, ২৬, ৩০,৩১, ৩৩, ৩৪, ৩৬, ৪৩, ৪৫, ৪৬, ৪৭ নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমণের খবর রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে দুজন শিলিগুড়ির দমকল কর্মী বলেও জানা গিয়েছে। এছাড়া এদিন পাহাড়েও নতুন করে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
অন্যান্য দিনের তুলনায় এদিন শিলিগুড়িতে মৃত্যুহার অনেকটাই কম। এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের দুই প্রবীন নাগরিকের। এদের মধ্যে একজন সম্প্রতি করোনায় মৃত অজয় সাহার বাবা মনোরঞ্জন সাহা, অন্যজন হলেন হাসিনারা বেগম।