ভরা বর্ষাতেও দুর্গম বক্সায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদন ঃ লাগাতর বৃষ্টির জেরে বক্সা পাহাড়ের দুর্গম পাকদণ্ডী গুলো চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এর থেকে নিস্তার নেই স্বাস্থ্যকর্মীদের।একদিকে বৃষ্টি আর একদিকে মাটিতে জোঁক উপেক্ষা করে কোভিড টিকা,গর্ভবতী মা ও শিশুদের ভ্যাকসিন পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। আলিপুরদুয়ারের কালিচিনি ব্লকের দুর্গম এলাকা বক্সা পাহাড়ের আদমা যাওয়ার রাস্তা পাহাড়ি ঝোড়ার জলোচ্ছ্বাসের কারনে ভেসে গিয়েছে।এর জেরে প্রাণের ঝুঁকি নিয়ে সামান্য বাঁশ ফেলে ওই ভয়ঙ্কর ঝোরা পেরিয়ে প্রবল বর্ষায় স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত জনপদে।
বক্সা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ বছর ধরে স্ব‍াস্থ্য পরিষেবা পৌছে দিতে স্ব‍্যাস্থদপ্তরের সঙ্গে কাজ করছে এফ পি এ আই । বর্ষার এই সময় এফ পি এ আই কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে প্রত‍্যন্ত এলাকার জনগণের দুয়ারে স্ব‍্যাস্থ পরিষেবা পৌছে দিচ্ছেন বলে জানিয়েছেন এফ পি এ আই এর ম‍্যানেজার তুষার চক্রবর্তী