নিজস্ব প্রতিবেদন ঃ বিগত প্রায় দু সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। এই ভারী বর্ষা প্রভাব ফেলেছে গ্রামের কৃষি জমিতে। অনেক জায়গায় চাষের জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল।
বাজারে কাঁচা শাকসবজির আমদানি কমে যাওয়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে কাচা শাকসবজির।এতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতা সকলকেই। এক সবজি বিক্রেতা বলেন, বর্ষার দরুন অনেক ফসল নষ্ট হওয়াতে বাজারে সবজির আমদানি অনেক কম। সবজির দামও আকাশছোঁয়া। সবজির আমদানি কম থাকায় অনেক সবজি ব্যাবসায়ী ঠিক করে ব্যবসা করতে পারছে না। ক্রেতাদেরও একই বক্তব্য। তারা বলেন বাজারে জিনিসের মূল্য বেশি থাকায় টান পড়ছে আম জনতার পকেটে।