চোপড়ার দাসপাড়ায় স্নেহের পরশে ভবঘুরে

নিজস্ব প্রতিবেদন ঃ স্নেহের পরশে এক ভবঘুরে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার দাসপাড়া অঞ্চলের কুলাগাঁও গ্রামে এক ভবঘুরের যত্নে নজর দিলেন স্থানীয় এক ব্যবসায়ী ও সিভিক ভলেন্টিয়ার। তারা ওই ভবঘুরের মাথার ঝাকড়া চুল কেটে প্রথমে স্নান করালেন।তারপর নতুন কাপড় পরিয়ে এদিন পেট ভরে খাওয়ালেন তাকে।উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ চোপড়া ব্লকের দাসপাড়া কুলাগাঁও এলাকায় এক ভব ঘুরে রাস্তার ধারে পড়ে থাকতো । তাকে খাবার দিতেন স্থানীয় ব্যবসায়ী নিজামুদ্দিন। বুধবার ওই ব্যবসায়ী এবং হাসিরুল ইসলাম নামের এক সিভিক ভলেন্টিয়ার যৌথভাবে ওই ভবঘুরের চুল দাড়ি কেটে সাবান দিয়ে স্নান করিয়ে তাকে নতুন বস্ত্র পরিয়ে মধ্যাহ্নভোজন করান। ওই ভব ঘুরেকে সেবা যত্ন করে নিজেকে ধন্য মনে করেছেন নিজামুদ্দিন ও হাসিরুল । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দাসপাড়া কুলাগাও এলাকার মানুষ।