নিজস্ব সংবাদদাতা,মালদাঃযত দিন যাচ্ছে ততই ক্রমশ বেড়ে চলেছে মালদায় করোনা আক্রান্তের সংখ্যা। আগামী সোমবার থেকে লকডাউন কড়াকড়ি হতে চলেছে মালদা জেলায়। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও কড়াকড়ি থাকবে লকডাউন।
এই বিষয়ে রবিবার মালদহের জেলাশাসক সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। পুলিশ প্রশাসন ও পুরসভার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।আগামী সোমবার থেকে সবজি বাজার সকাল দশটা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য বাজার এবং দোকানপাট বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া। জেলাশাসক পুলিশকে নির্দেশ দিয়েছেন, কেউ যদি অবৈধ জমায়েত এবং মাস্ক ছাড়া ঘোরাফেরা করেন তবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। জেলায় বেলাগাম করোনা সংক্রমন রুখতেই জেলাশাসকের এই কঠোর নির্দেশ।