নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়ি ঃ সঙ্গীতের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে বিগত এক বছরেরও বেশি সময় ধরে খবরের ঘন্টা কিছু সঙ্গীত তৈরি করেছে। গানগুলো লিখেছেন এই ওয়েব পোর্টাল তথা পত্রিকার সম্পাদক বাপি ঘোষ। আর তাতে সুর দিয়েছেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। গানগুলো খবরের ঘন্টার ইউ টিউব এবং এই পোর্টালে আগেই আপলোড করা হয়েছে।এখন বিভিন্ন অনুষ্ঠানে সেইসব গানের প্রচার চলছে সচেতনতার জন্য।
শুক্রবার শিলিগুড়ি শহর লাগোয়া সাহুডাঙি পি কে রায় হাইস্কুলে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গলভলান্টারি হেলথ এসোসিয়েশন এইচ আই ভি এইডস এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে। সেখানে খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া নারী ও শিশু পাচার বিষয়ক দুটি গানে সুর দিয়ে তা ছাত্রছাত্রীদের সামনে পরিবেশন করেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত। এরপর এইচ আই ভি এইডস এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে বক্তব্য মেলে ধরেন সমাজসেবী তথা ওই সংস্থার প্রকল্প অধিকর্তা তরুন মাইতি। তরুনবাবু জানান, তারা আগামী দিনে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে এইচ আই ভি এইডস ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে ধারাবাহিক প্রচার চালাবেন। এদিন ওই স্কুলে প্রদর্শনীর মাধ্যমে তরুনবাবুরা তাদের সচেতনতার বক্তব্য মেলে ধরেন। স্কুলের প্রধান শিক্ষক কর্ণদেব রায় সেখানে বক্তব্য রাখেন।তরুণবাবু বলেন, এইচ আই ভি এইডস নিয়ে অহেতুক ভয় পাওয়ার কারণ নেই। নিয়মিত এ আর টি বা ওষুধ গ্রহণ করে বহুদিন বেঁচে থাকতে পারেন এইচ আই ভি আক্রান্ত ব্যক্তি।