শিলিগুড়ি ট্রাফিক পুলিশকে ফুল, জল

নিজস্ব প্রতিবেদন ঃপ্রচন্ড রোদ উপেক্ষা করে সারাদিন শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় কাজ করে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শিলিগুড়ির মতো ব্যস্ত শহরের যানজট সামলানো রোদের মধ্যে এক কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজকে তুচ্ছ মনে করে বহু ট্রাফিক পুলিশের কর্মী বিরাট সেবা প্রদান করে চলেছেন। তাই শনিবার দ্য স্মাইল চ্যারিটির পক্ষ থেকে ভেনাস মোড়ের ট্রাফিক পয়েন্টে থাকা পুলিশ বন্ধুদের রোদ,জল,ঝড় বৃষ্টি উপেক্ষা করে নাগরিক পরিষেবা দানের স্বীকৃতিস্বরূপ একটু আনন্দ দানের জন্য তাদের হাতে তুলে দেওয়া হল সামান্য কিছুফুল,জল,ঠান্ডা পানীয় ও জল।উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে সচিব সংগীতা বসু।এস ই পি স্বপন সরকার,শিলিগুড়ি ব্লাড ব্যাঙ্কের পীযূষ রায়,আইনজীবী মধুমিতা বসু এবং আরো অনেকে।