নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা জুন থেকে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে রেল চলাচল শুরু হতে চলেছে। বহু দিন থেকেই শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি করে আসছিলেন পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে বনিক মহল। রেল দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের মধ্যে রেল চলাচলের। তার জন্য ট্রায়াল রানও হয়ে গিয়েছে। অবশেষে পয়লা জুন থেকে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে শুরু হতে চলছে মিতালী এক্সপ্রেস। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ট্রেনটির এসি কেবিন বার্থের ভাড়া ৪৯০৫ টাকা,এসি কেবিন চেয়ারকারের ভাড়া ৩৮০৫ টাকা, এসি চেয়ারকারের ভাড়া ২৭০৭ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা রেল স্টেশনের দূরত্ব 595 কিলোমিটার যার মধ্যে ৬৯ কিলোমিটার ভারত ভূখণ্ডে পড়ে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ভারতীয় সময় সকাল ১১.৪৫ মিনিটে ছেড়ে বাংলাদেশের সময়ে রাত ১০.৩০ মিনিটে ঢাকাতে পৌছাবে। মাঝে ভারতের দিকে সীমান্তর শেষ সীমান্ত স্টেশন হলদিবাড়ি ও বাংলাদেশের দিকে শেষ সীমান্ত স্টেশন চিলাহাটিতে ১০ মিনিট করে দাঁড়াবে লোকো পাইলট বদলানোর জন্য। এছাড়া এই ট্রেনের কোনো স্টপেজ নেই। আগামী ১লা জুন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যৌথভাবে ভার্চুয়ালি এই মিতালী এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন। বহু কাঙ্ক্ষিত এই মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার এবং বাংলাদেশের ঢাকা থেকে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার। ট্রেনের টিকিট কাটার জন্য পাসপোর্ট ভিসা আবশ্যক। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেল ইয়ার্ড পেইন্টিং নতুনভাবে রং করে সাজিয়ে তোলা হচ্ছে ট্রেনটিকে শুধু অপেক্ষা আগামী মাসের ১লা জুনের।