নিজস্ব প্রতিবেদন ঃ করোনার জেরে বিধিনিষেধ চলতে থাকায় বহু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমস্যায়। এই অবস্থায় প্রতি বছরের মতো এবারও এই দিনটি শুক্রবার অন্য ভাবে পালন করলেন শিলিগুড়ি হাকিম পাড়ার রাজাশীস চ্যাটার্জি । এদিন প্রয়াত মীরা চ্যাটার্জির মৃত্যুবার্ষিকীতে ছেলে রাজাশীস চ্যাটার্জি ৫০ জন বিশেষ চাহিদাসমম্পন্ন ভাই ও বোনদের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী যেমন চাল, আটা, সয়াবিন, তেল, ডিম, বিস্কুট, বাচ্চাদের খাবার, সাবান তুলে দিলেন শহরের ইউনিক ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। শিলিগুড়ি দেশবন্ধু স্পটিং ইউনিয়ন ক্লাবের সামনে সেই মানবিক কাজটি অনুষ্ঠিত হয় । এই বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কেউ লটারি বিক্রি করে দুবেলা পেট চালায় , কেউ ভিক্ষা করে সংসার চালায়। করোনার জেরে কার্যত লকডাইনের ফলে এই সব বিশেষ চাহিদাসম্পন্নরা সমস্যায়। তাই রাজাশিস স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগের কথা জানিয়েছিলেন।