ভুটান সীমান্তে চোখ রাঙাচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ার: ভূটানে ছড়িয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার।তটস্থ সীমান্ত বর্তী শহর জয়গাঁ।শূকর পালন যারা করছেন তাদের সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। শুক্রবার এই বিষয়ে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে এক বৈঠকও করেন আলিপুরদুয়ারের জেলাশাসক । জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি-র এক্সুকিউটিভ অফিসার ভূষণ শেরপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার জানান,চলতি মাসের ২৫ তারিখ ভূটান সরকারের পক্ষ থেকে আলিপুরদুয়ারের জেলাশাসককে আফ্রিকান সোয়াইন ফিভারের বিষয়ে জানানো হয়।সেইমতো জেলাশাসক বিষয়টি নিয়ে সতর্ক করেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি-কে।এরপর থেকে জয়গাঁ ও পাশ্ববর্তী এলাকায় শূকরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী হয়েছে।কেউ প্রশাসনের চোখে ধুলো দিয়ে একাজ করলে তার বিরুদ্ধে থানা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান এক্সিকিউটিভ অফিসার ভূষণ শেরপা।শূকরের খামারের মালিকদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে।শনিবার থেকে এই আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ থেকে রক্ষা পেতে সীমান্তবর্তী শহর জয়ঁগা ও তার পার্শবর্তী এলাকায় শূকরদের ভ্যাকসিন দেওয়া হবে। কেননা এই সমস্ত এলাকায় অধিকাংশ শূকরের খামার রয়েছে।