নিজস্ব প্রতিবেদনঃআসন্ন বর্ষার সঙ্গে মোকাবিলা করতে শিলিগুড়ি পুর সভার সভাকক্ষে শুক্রবার একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল । এই করোনা পরিস্থিতির মধ্যেও বর্ষায় নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করার ভাবনা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে স্থির হয়েছে, শহরের ২৫ টি মেইন হাইড্রেন এজেন্সিকে দিয়ে খুব দ্রুত পরিস্কার করা হবে । যেগুলো হাইড্রেন নয় এবং নদীর ধারের ড্রেন, সেগুলো ইতিমধ্যেই পরিস্কারের কাজ শুরু হয়ে গেছে । বর্ষার সময় পুরসভা ভালো ভাবে নর্দমা পরিস্কার করে। বৃহস্পতিবার পুর সভার পি ডব্লিউ ডি বিভাগ সংশ্লিষ্ট আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছে যে জল বের করবার জন্য জরুরী ভিত্তিতে কিছু সিভিল ওয়ার্ক জায়গায় জায়গায় করতে হবে । এজেন্সিকে বলা হয়েছে যে কিছু বেড মেটেরিয়ালস্ তথা অন্যান্য জিনিসপত্র রেডি রাখতে, যেগুলো জমা জলের সমস্যা থেকে মানুষকে রেহাই দেবে । পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, সমস্ত ব্যবস্থা আমরা তৈরি রাখছি । বর্ষা হলে জল জমবেই কিন্তু দ্রুত জমা জল যাতে বের করে দেওয়া যায় তার জন্য আমাদের এই ব্যবস্থা থাকবে। একইসঙ্গে কন্ট্রোল রুম ১ লা জুন থেকে খোলা থাকবে । কোন আপত্কালীন পরিস্থিতি হলে এই কন্ট্রোল রুম সেগুলো নজরে রাখবে । তাছাড়া শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় যে জঞ্জাল জমে থাকে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থাও হচ্ছে । শিলিগুড়ি শহরকে পুরোপুরি জঞ্জাল মুক্ত করার জন্য পুরসভা জরুরী ভিত্তিতে যুদ্ধ কালীন তৎপরতায় প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে । প্রত্যেকদিনের জমা জঞ্জাল প্রত্যেকদিনই পরিস্কার করতে হবে । বাজার এলাকা এবং শহরের মূল এলাকা পুরসভা সকাল-সন্ধ্যা দুটো শিফ্টে আগামী তিন মাস পরিস্কার পরিচ্ছন্নের কাজটা ধারাবাহিক ভাবে করবে। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ছাড়াও পুর কমিশনার, পুর সচিব, ৫ জন বোরো অফিসার, বাস্তুকার বৃন্দ, ও সি ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।