করোনা বিধি মেনে দার্জিলিংয়ে সিনেমার শ্যুটিং

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আবহে দার্জিলিং পাহাড়ে চলছে সিনেমার শ্যুটিং।করোনা বিধি মেনে অর্থাৎ মুখে মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজেশনের মাধ্যমে গত ২৪ এপ্রিল থেকে দার্জিলিংয়ের ম্যাল সহ বিভিন্ন স্থানে মাস্টার অংশুমান সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। অভিনেতা রজতাভ দত্ত, দেবেশ রায়চৌধুরী সহ অন্যরা এই সিনেমায় অভিনয় করছেন। বুধবার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও এই সিনেমায় অভিনয় করতে দার্জিলিং আসেন। প্রায় দীর্ঘ আট বছর পর অভিনেত্রী প্রিয়াঙ্কা আবার সিনেমার অভিনয়ে শ্যুটিং শুরু করেছেন। শিলিগুড়ির মুভি ক্রাফট মিডিয়ার তত্বাবধানে করোনার বিধি মেনেই শুরু হয়েছে শ্যুটিং। করোনা ঠেকাতে আমাদের যেমন সতর্কতা অবলম্বন করতে হবে তেমনই ফিল্ম ট্যুরিজম যাতে দার্জিলিং পাহাড়ে বেঁচে থাকে সেদিকটাতেও লক্ষ্য রাখা দরকার বলে মুভি ক্রাফটের তরফে বাবলু ব্যানার্জী এবং চৈতালি ব্যানার্জী জানিয়েছেন। তাঁরা বলেছেন, উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল ঘিরে ফিল্ম ট্যুরিজম বিকাশে তাঁরা ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর ফিল্ম ট্যুরিজম কিন্তু বহু স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করছে। তাই মানুষের স্বার্থে মানুষের কথা চিন্তা করে তারা একদিকে করোনা বিধি মেনে চলা অন্যদিকে ফিল্ম ট্যুরিজম বিকাশে সচেষ্ট বলে বাবলুবাবু এবং চৈতালিদেবী জানিয়েছেন।