মহানন্দা নদী পরিস্কারে এবার সিআরপিএফ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির মহানন্দা নদীর ধারে বসে থাকলে মন অনেকেরই খারাপ হয়ে যায়। কারন নদী ও তার আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ। তাই সেই মহানন্দা নদী পরিস্কারের জন্য হাত লাগলো সিআরপিএফ।সোমবার সকালে সিআরপিএফের জওয়ান ও আধিকারিকরা কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে মহানন্দা নদীর দুপাশ পরিস্কার করেন।সিআরপিএফের ডিআইজি অনিল কুমার বলেন, মহানন্দা নদী তার আগের রূপ ফিরে পাক ও স্বচ্ছ থাকে তারই চেষ্টায় আমরা পরিস্কার অভিযানে নেমেছি।দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার যেমন দায়িত্ব আমাদের উপর রয়েছে তেমনই নদীগুলোকে দূষন মুক্ত করার কাজ আমাদেরই।মহানন্দা নদী দুষনের ফলে তার রূপ হারিয়ে ফেলেছে তাই আমরা চাই মহানন্দা দুষন মুক্ত হয়ে উঠুক।