নিজস্ব প্রতিবেদন ঃ নিজের পরিত্যক্ত পোলট্রি ফার্মকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দিতে চান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অফিসার সঞ্জয় ঘোষ। তাঁর এই মহতি ভাবনার তারিফ করছে বিভিন্ন মহল।
শিলিগুড়ি শক্তিগড়ে বাড়ি পুলিশের অফিসার সঞ্জয় ঘোষের। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর। এই করোনা দুর্যোগের সময় বহু পুলিশ কর্মী সমাজের জন্য তাঁদের বিরাট অবদান রেখে যাচ্ছেন। তাঁরা সবসময় কাজ করছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। বহু পুলিশ কর্মীর মধ্যে একজন হলেন সঞ্জয় ঘোষ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার লিচু পাখরি এলাকায় সঞ্জয়বাবুদের একটি পোলট্রি ফার্ম ছিলো। সেখানে বহুদিন ফার্মের কাজ বন্ধ। তাতে দুটি শেড রয়েছে। সেই স্থানে রাজ্য সরকার মনে করলে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সাময়িক হাসপাতাল বা কোয়ারেনটাইন তৈরি করতে পারে। এ বিষয়ে নিজের প্রস্তাব সঞ্জয়বাবু ফেস বুকেও পোস্ট করেছেন। তাঁর এই মহতি ভাবনার তারিফ করছেন অনেকে। এই প্রতিবেদকের কাছেও সঞ্জয়বাবু তাঁর ওই ভাবনা প্রকাশ করেছেন। যদিও এনিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার প্রলয় আচার্য জানিয়েছেন, সঞ্জয়বাবু তাদের কাছে এখনও লিখিত প্রস্তাব দেননি। যদি লিখিতভাবে প্রস্তাব দেন তবে তাঁরা ওই এলাকা নিশ্চয়ই পরিদর্শন করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।