পেটের খিদে ভুলে গানের খিদেতে স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ ঘরে রয়েছে তীব্র অভাব। খিদের যন্ত্রণা তীব্র হলেও সঙ্গীত অনুশীলন ছাড়তে নারাজ রানিডাঙা কালারাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী সুবর্না রায়। উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি সংলগ্ন ছোট পথুরামজোতে তাঁর বাড়ি। সুবর্নার বাবা মা সামান্য দর্জির কাজ করেন।সংসারে অভাব থাকায় সঙ্গীত চর্চা করা কঠিন হয়ে পড়ে তাঁর। কিন্তু সঙ্গীত শিক্ষক দয়াময় কর্মকার সহযোগিতা করায় সঙ্গীত অনুশীলন চালিয়ে যেতে পারছে সুবর্না। আর সঙ্গীত চর্চার জন্য কষ্ট লড়াই এবং অনুরাগের কথা বলতে গিয়ে কেঁদেই ফেলে সুবর্না।