মুম্বাইতে বিশেষভাবে সন্মানিত শিলিগুড়ির বিন্দু শর্মারা

নিজস্ব প্রতিবেদন ঃ নেতাজি সুভাষ চন্দ্র বোসের আদর্শকে বিশেষ গুরুত্ব দেয় মুম্বাইয়ের জয় হিন্দ সৈনিক সংস্থা। সেই সংস্থা গত ২৩শে জানুয়ারি মুম্বাইয়ের দাদারে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মুম্বাইয়ের রাজ্যাপাল,বিভিন্ন মন্ত্রী, মেজর জেনারেল জি ডি বক্সি,বিশিষ্ট বিজ্ঞানী অরুন সকসেনা সহ আরও বহু জ্ঞানীগুনী মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বাংলার জয় হিন্দ মহিলা ব্রিগেডের সম্মানীয় সদস্য করা হয়েছে শিলিগুড়ির বিন্দু শর্মা, দীপিকা রক্ষিত বান্দ্যা,কল্পনা গুরুংকে। গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন থেকে বিন্দু শর্মা, দীপিকা বান্দ্যারা সেখানে উপস্থিত হয়েছিলেন। সকলের সামনে তাদেরকে ভালো কাজের জন্য সংবর্ধনাও দেওয়া হয়েছে। বিন্দু শর্মা জানিয়েছেন, বহু গুনী মানুষদের সামনে যেভাবে মুম্বাইয়ে তাদেরকে সন্মান দেওয়া হয়েছে তাতে তাঁরা অভিভূত। আগামীতে চা বাগানের প্রত্যন্ত এলাকায় তাঁরা মানুষের জন্য আরও কাজ করবেন।গরিব মহিলাদের স্বনির্ভর করার জন্য তাঁরা আগামীদিনে পুরোদমে কাজ করবেন।