শিলিগুড়িতে শিশু সুরক্ষা কমিটি

নিজস্ব প্রতিবেদন ঃ অবশেষে শিলিগুড়িতে তৈরি হল শিশু সুরক্ষা কমিটি। এই কমিটির চেয়ারপার্সন হয়েছেন বাসন্তি ব্যানার্জী।কমিটির সদস্যরা হলেন শেখর সাহা, সুমিত দাস, তাপস কর্মকার, শেফালি বাগচি। এর মধ্যে শেখর সাহা এবং সুমিত দাস নুতন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “দীর্ঘ দিন ধরে শিশু এবং যারা তাদের নিয়ে কাজ করেন এমন সংগঠনগুলোর খুব অসুবিধা হচ্ছিল।এবারে নিশ্চয়ই শিশুরা খুব তাড়াতাড়ি সুবিচার পাবে, সমাজের মঙ্গল হবে।