
নিজস্ব প্রতিবেদন ঃ ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা শেখে।কিন্তু তাদের খেলাধূলার কোচিং চালাতে গেলেওতো অর্থ প্রয়োজন। সেই অর্থ আসবে কিভাবে, সেই অর্থ তোলার জন্য পার্ক ও পিকনিক স্পট তৈরি করা হয়েছে রাজগঞ্জ ব্লকের জটিয়াকালির কাছে।
শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিলো মিটার দূরে ওই এলাকার অবস্থান। ফুলবাড়ি অতিক্রম করলে জটিয়াকালি,আর জটিয়াকালি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে জমিদার পাড়া।সেখানেই অবস্থিত পার্ক ও পিকনিক স্পট। পার্কের পাশে রয়েছে নদী ও চা বাগান। শিশুদের খেলার জন্য আছে নাগরদোলা , রান্নার জন্য জলের ব্যাবস্থাও রয়েছে। সেখানে পিকনিক করতে গেলে কেও আপনার কাছে কোনোরকম টাকা পয়সা চাইবে না, আপনারা খুশি হয়ে যে যা দেবেন সেটাই ওরা গ্রহণ করছেন।আর সেই সংগৃহীত অর্থ দিয়ে ছোট শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলা শেখানো হচ্ছে যাতে সেই গ্রামের ছেলেরা দেশের নামে উজ্জ্বল করতে পারে
,তারই প্রয়াস চলছে। যোগাযোগের জন্য নম্বার
8167340060। শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি থেকে সমাজসেবী ও ক্রীড়া প্রেমী নবকুমার বসাক ওই কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
