কালচিনিতে রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা দিবস

নিজস্ব প্রতিবেদন ঃ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাভাবস্তিতে সোমবার রাভা ডেভলপমেণ্ট কাউন্সিলের বারো তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হল ।এই উপলক্ষে সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলা ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়। এদিন সেখানে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষরা উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে এদিন বনভোজনেরও আয়োজন করা হয় । এছাড়া এদিন সেখানে সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাভা ডেভলপমেন্ট কাউন্সিলের সভাপতি বিজনাথ রাভা, সম্পাদক রবি রাভা, মেন্দাবাড়ি গ্রামপঞ্চায়েত প্রধান মনা রাভা সহ এলাকার বিশিষ্টজনেরা।