নিজস্ব প্রতিবেদন ঃ রক্ত দানে এগিয়ে এলেন মহিলা পরিচালিত ঐতিহাসিক এবং ঐতিহ্যমন্ডিত শিলিগুড়ি টাউন রেল স্টেশনের
স্টেশন মাস্টার প্রতিমা দে। বহু মনিষী এবং দেশপ্রেমিকের স্মৃতি বিজড়িত টাউন স্টেশনে কাজ করতে পেরে দেশ ও সমাজপ্রেমের অন্যরকম ভাবনা অনুভূত হয় প্রতিমাদেবীর।আর মানুষের সেবার মনোভাব থেকেই শনিবার প্রতিমাদেবী রক্ত দান করেন শিলিগুড়ি জংশনে।এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের শিলিগুড়ি জংশন শাখা এদিন সেই মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। বহু মানুষ সেই শিবির থেকে উপকৃত হন। আর সেই শিবিরেই ঐতিহাসিক শিলিগুড়ি টাউন স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার প্রতিমা দে রক্তদান করে সকলের নজর কাড়েন।আর সেই শিবিরে আরও কয়েকজন মহিলা রক্তদান করেন। সমাজের জন্য মানবিক ভাবনা থেকে এন এফ রেলওয় মজদুর ইউনিয়নের এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। প্রতিমাদেবীও মানবিক মুখ নিয়ে সেখানে রক্তদান করে বেশ খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—