এবার খবরের ঘন্টার শারদীয়া সংখ্যায় নিচের কবিতাগুলো প্রকাশের জন্য এসেছিলো। কিন্তু নির্দিষ্ট সময়ের অভাব এবং স্থান সঙ্কুলান না হওয়ায় সেসব শারদীয়া সংখ্যায় ঠাঁই পায়নি,তাই এখানে প্রকাশ করা হলো—-
আমার দূর্গা
পূজা রায়(আইনজীবী, ও লেখিকা—প্রধান নগর, শিলিগুড়ি)
তোমার দূর্গা মহালয়ে
চোখ আঁকছে ভোরে,
তোমার দূর্গা সেই নয়নে
দেখবে জগৎসংসার কে ।।
আমার দূর্গা পারে না চলতে
তিন বছরের শিশু ,
অসুর গণের বাসনায়
ছোট দূর্গা-র হয় মৃত্যু ।।
তোমার দূর্গা চারদিনের
বিশাল বিপুল বাড়ি ।
আমার দূর্গা-র কবে বলো
নিজের বাড়ি হবে ?
তোমার দূর্গা আলোক সজ্জায়
লক্ষ টাকার সাজে ।
আমার দূর্গা কোন গলিতে
শত টুকরো কাটে ।
তোমার দূর্গা মাটির তৈরি
সোনার গহনা,বেনারসি পড়ে ,
আমার দূর্গা রক্ত মাংসের
তাই রাস্তায়, কাপড় টেনে খোলে।।
তোমার দূর্গা অকালবোধনে
অসুর নাশ করে।
আমার দূর্গা অত্যাচারিত
মিথ্যে ভালোবাসায় ফাঁসে ।
তোমার দূর্গা শক্তি রুপিণী
সিংহবাহিনী রূপ
আমার দূর্গা বদ্ধ ঘরে
দমবন্ধ লাগে।
আমার দূর্গা আর বলো
কবে স্বাধীনতা পাবে ?
আমার দূর্গা কবে বলো
বাইরে শ্বাস নেবে।
আমার দূর্গা কবে বলো
“মা” দূর্গা হবে।।
——————
শিরোনাম – “সেই দেশে যেতে চাই”
কলমে – মিঠু ঘোষ(নিউ টাউন পাড়া,জলপাইগুড়ি)
কত ভেবেছি এবার যাবো অন্য দেশে —-
যে দেশের মাটিতে আমার দেশের গন্ধ পাবো,
যে দেশের ভাষা হবে আমার দেশের মতো —
যে দেশ আমার দেশের পোষাক পড়বে,
আমি সেই দেশে যেতে চাই।
যেতে চাই সেই দেশে —–
যে দেশে আমার দেশের জন্মভূমির স্বাদের অনুভূতি পাবো,
যে দেশের পাখি গাইবে আমার ময়না টিয়ার মতন গান।
যে দেশ আমার দেশের মতন খাবার গুলো খাবে,
আমি যেতে চাই সেই দেশে ——
যে দেশে থাকবে বিশ্বকবির কলমের আলোড়ন,
যেখানে শুধু কবি গুরুর লেখা গান বেজে উঠবে।
আমি সেই দেশে যেতে চাই ——
আমি যেই দেশে হেসে খেলে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো,
আর আমি অনুভূতি নিয়ে গাইবো মনের গান
আমি সেই দেশে যেতে চাই যেখানে থাকবে আমার প্রিয় মাছ ভাত।
আমি সেই দেশে যেতে চাই যেখানে খুঁজে পাবো আমার মনের সেই মানুষটিকে —-
যার থাকবে সুন্দর অনুভূতি আর প্রাণ,
যে আমায় দেবে প্রাণ স্পন্দন অনুভূতি।