ডুয়ার্সের প্রাচীন গুম্ফায় প্রার্থনা, সাংস্কৃতিক মঞ্চে অতিথি বরন, পালিত বিশ্ব পর্যটন দিবস

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ২৭ সেপ্টেম্বরঃ পৃথিবী সৃষ্টির সময় সৃষ্টিকর্তা পৃথিবীকে সাজিয়েছেন আপন খেয়ালে । পৃথিবীকে কানায় কানায় ভরিয়ে তুলেছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। কোথাও বরফে ঢাকা শ্বেতশুভ্র পাহাড় চুড়া, কোথাও গহন অরণ্য, কোথাও আবার পাহাড়ের উপর থেকে অবিরাম ধারায় ঝরে পড়া ঝর্ণাধারা। কোথাও বা সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তটে এসে। আর পৃথিবীর এই অপরূপ সৌন্দর্যকে দুচোখ ভরে দেখতে প্রতিবছর কোটি কোটি মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন ভ্রমণের নেশায়। এরা পর্যটক। আর রবিবার ছিলো সেই পর্যটকদেরই দিন, বিশ্ব পর্যটন দিবস।

রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এদিন সকালে ডুয়ার্সের সব থেকে প্রাচীন গুম্ফা গাঙ্গুটিয়া চা বাগানে অবস্থিত তাসি ছোই কুণ্টেশিলিং গুম্ফাতে পৌছন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের সদস্যরা। সবকিছুর মঙ্গল কামনায় সেখানে প্রার্থনা করেন তারা।

পরবর্তীতে রাজাভাতখাওয়া বক্সা গেটে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে উদযাপন করা হয় আজকের দিনটি। এদিন বক্সা গেটে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, তার মধ‍্যে উল্লেখযোগ্য ছিল ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সাংষ্কৃতিক নৃত্য। পর্যটকদের বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে।

এই বিষয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের সদস্য অভীক গুপ্ত জানান, “গাঙ্গুটিয়া গুম্ফা ডুয়ার্সের প্রাচীন গুম্ফা। এখানে বহু কিছু দর্শনীয় আছে। এই গুম্ফাটি আমরা পর্যটনের মানচিত্রে আনার চেষ্টা করছি । এছাড়া এদিন রাজাভাতখাওয়া গেটে ডুয়ার্সের সাংষ্কৃতিক নিয়ম অনুযায়ী ডুয়ার্সের অতিথি হিসেবে পর্যটকদের বরণ করে নিলাম আমরা।”