শিলিগুড়িতে করোনার টিকাকরন একশ শতাংশ করার ওপর জোর

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে করোনার টিকাকরন যাতে একশ শতাংশ হয় তার প্রয়াস শুরু হয়েছে। যারা অসুস্থ, লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করতে পারছেন না, তাদেরকে মোবাইল ভ্যানের মাধ্যমে বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য শিলিগুড়ি পুরসভা সমীক্ষার কাজও শুরু করছে। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন চন্দ্রিমাদেবী শিলিগুড়ি পুরসভায় উন্নয়ন নিয়ে বৈঠক করেন। পুরসভার তরফে প্রশাসকমন্ডলী তাঁকে শুভেচ্ছা জানায়।পরে পুর প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান,যাদের মাথার ওপর ছাদ নেই, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরসভার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাজের আরও উন্নয়ন ঘটানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।