![IMG_20220727_105410](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220727_105410-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ তাঁরা সততা এবং নিষ্ঠার সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিচালনা করবেন।তাদের প্রথম লক্ষ্য সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়া। তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, ২২ টি গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা তাদের কাজের প্রথম লক্ষ্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের নতুন সভাধিপতি অরুন ঘোষ মঙ্গলবার এসব কথা জানিয়েছেন।শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি সহ মহকুমা পরিষদের আসনে জয়ী প্রার্থীদের শপথ বাক্যপাঠ গ্রহন অনুষ্ঠিত হয়। মাটিগাড়া বিডিও অফিসের সভাকক্ষে ওই অনুষ্ঠান হয়। শপথবাক্য পাঠ করার পর নতুন সভাধিপতি সাংবাদিকদের মুখোমুখি হন।এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হয়েছে তৃনমূল কংগ্রেস এবং একটি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ এদিন সকল জয়ী প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তাদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা শাসক বহ্নিশিখা দে৷ মহকুমা পরিষদের সভাধিপতি হয়েছেন অরুণ ঘোষ ও সহ সভাধিপতি হলেন রোমা রেশমি এক্কা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)