স্কুলের সব ছাত্রছাত্রীকে নিজের পরিবারের অঙ্গ মনে করেন এই ব্যতিক্রমী শিক্ষক

  1. নিজস্ব প্রতিবেদন ঃ তাদের স্কুলে ২০০০ ছাত্রছাত্রী, আর সেই ২০০০ ছাত্রছাত্রীকেই তিনি মনে করেন তাঁর পরিবারের সদস্য। আর সেভাবেই তিনি কাজ করেন। তিনি আরও মনে করেন, সরকারি স্কুলের সব শিক্ষক মনপ্রাণ দিয়ে স্কুলের উন্নতির জন্য চেষ্টা করেন তবেই আগামীদিনে সরকারি স্কুলগুলো টিকে থাকবে এবং সরকারি স্কুলের শিক্ষকদের চাকরি থাকবে। বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষা রত্ন সামসুল আলম এমন কথাগুলোই জানালেন খবরের ঘন্টাকে।শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষা সামসুলবাবু। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি ব্যতিক্রম নাম সামসুল আলম। কেননা তাঁর সময়েই মুরলীগঞ্জ হাইস্কুল গোটা দেশে একটি দৃষ্টান্ত। শিক্ষাপ্রেমী মহলে মডেল স্কুল হিসাবে চিহ্নিত মুরলীগঞ্জ হাইস্কুল। পিছিয়ে পড়া এলাকা থেকে একটি সরকারি স্কুলকে কিভাবে মডেল স্কুলে রুপান্তরিত করা যায়, কিভাবে একটি সরকারি স্কুল তথাকথিত ইংরেজি মাধ্যম স্কুলকে টেক্কা দিতে পারে বিভিন্ন মৌলিক কাজের মাধ্যমে তার নজির মুরলীগঞ্জ হাইস্কুল। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অরাজকতা চললেও এরমধ্যেই কিছু কিছু শিক্ষকের কাজ অন্ধকারে এক নতুন আলো।তেমনই একজন শিক্ষক সামসুল আলম।