বেতনের টাকায় সামাজিক কাজ স্কুল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা প্রথম শ্রেনীর যোদ্ধা। আবার প্রথম সারির যোদ্ধা না হলেও এইসময়ও সমাজের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন একদল শিক্ষক।শিলিগুড়ি শান্তিনগর প্রাইমারি স্কুলের শিক্ষক ফটিক রায় তাদের মধ্যে একজন যিনি নিজের বেতনের টাকা থেকে কিছু সামাজিক কাজ করে চলেছেন। গতবছর করোনা লকডাউনের সময় তাঁর উদ্যোগে আবার বহু অভুক্ত মানুষকে ডিমভাত খাওয়ানো হয় প্রতিদিন। অন্যদিকে নিজের বাবা এবং জামাইবাবু স্মরনে প্রতিবছর মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করে থাকেন ফটিকবাবু্।এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হতেই স্কলারশিপ প্রদানের প্রস্তুতি শুরু করেছেন তিনি। শিলিগুড়ি চয়নপাড়ায় বাড়ি ফটিকবাবুর।তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় বহু শিক্ষকের মন ভালো নেই। কেননা সন্তানসম ছাত্রদের তাঁরা কাছে পাচ্ছেন না। আর বহু শিক্ষক এইসময় নিঃশব্দে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।