![IMG-20220527-WA0094](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG-20220527-WA0094.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ জাতীয় স্তরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় ২৮ রাজ্যের ২০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম দশের মধ্যে জায়গা করলো মালদার প্রতিযোগী নীলাঞ্জন দেব। ওই যুবকের বাড়ি মালদার চাচোলের থানাপাড়া এলাকায়। অল ইন্ডিয়া ন্যাশনাল বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাছাইপর্বে দশের মধ্যে জায়গা করেছে মালদার এই যুবক। নীলাঞ্জন পেশায় ফটোগ্রাফি করে। ১৫ মে কলকাতায় গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে ন্যাশনাল বডিবিল্ডিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেখানে দেশের ২০০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। সেখান থেকে এই ন্যাশনাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় ১০ জনকে বাছাই করা হয়। যার মধ্যে একজন মালদার নীলাঞ্জন দেব। তার এই সাফল্যে খুশি তার পরিবার এবং কোচ।
বৃহস্পতিবার কলকাতা থেকে মালদায় ফিরে এসে সময় নষ্ট না করে তার অনুশীলন নিতে দেখা যায় জিমে। প্রশিক্ষণের মধ্যেই এখন রয়েছেন নীলাঞ্জন দেব। তাকে সম্পূর্ণ তৈরি করতে তার কোচ পিন্টু ভগৎ পরিশ্রম করে যাচ্ছেন।
নীলাঞ্জন দেব জানিয়েছেন, ১৫ মে কলকাতার গড়িয়ার অডিটোরিয়ামে আয়োজিত ৭০ কেজি ক্যাটাগরিতে ১০ জনের মধ্যে আমি সিলেকশন হয়েছি । ২৭ জুলাই সুরাটে ন্যাশনাল বডিবিল্ডিং কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে । সেখানে যাওয়ারও সুযোগ পেয়েছি। সেখানেও সফল হব এই আশা সম্পূর্ণ ভাবে সহযোগিতা করছেন তার কোচ পিন্টু ভগৎ।
এদিকে কোচ পিন্টু ভগৎ জানিয়েছেন নীলাঞ্জন এর সাফল্যে তারা খুব খুশি। আগামী দিনের কম্পিটিশনে নীলাঞ্জন ভালো ভাবে সফল হবে এটাই আমার আশা রয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)