বাংলাদেশে শিলিগুড়ির স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিবেদন ঃ “ভ্রমন শিক্ষার একটি অঙ্গ”,এই উক্তির যথার্থতা প্রমাণ করতে বাংলাদেশে পাড়ি দিলেন শিলিগুড়ি পুরসভার ৩৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক চিত্ত রঞ্জন সরকার। ১৯শে মে ফুলবাড়ী সীমান্তে জিরো পয়েন্ট পেরিয়ে বাংলাবান্ধা হয়ে তিনি পৌঁছান ঢাকা জেলার ধামরাই থানার চন্দ্রাইল নামক স্থানে। বিভিন্ন গ্রাম, শহর ও স্কুল পরিদর্শন করেন সশরীরে। ২৬শে মে তিনি পরিদর্শন করেন বাংলাদেশের নবীনগরে অবস্থিত “স্মৃতি সৌধ” (National Myrters’ Memorial)। দিল্লীর “রাজ ঘাট”এর আদলে তৈরি এই স্মৃতি সৌধ। এই ঐতিহাসিক স্থানটির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে একটি করে গাছ বপন করেন এবং তার পাশে সেই গাছের নাম, দিন ও তারিখ সহ তাঁর নিজের নাম লিপিবদ্ধ করেন। প্রতিনিয়ত প্রচুর পর্যটক আসেন বিভিন্ন দেশ থেকে। পর্যটকরা তাদের নিজের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও আন্তর্জাতিক মনীষীদের মাধ্যমে বপনকৃত গাছের নিচে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। শিক্ষক চিত্ত রঞ্জন সরকারও তার ব্যাতিক্রমী নন। তিনি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী তথা ইউ এন ওর UNO এর সচিবের মাধ্যমে Secretary বপনকৃত গাছের নিচে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। সমস্ত পৃথিবীবাসীকে তিনি ধন্যবাদ জানান বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে।