শিলিগুড়ির গোঁসাইপুরে ১১টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি গোসাইপুরের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য ১১টি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইসব প্রকল্পের জন্য ১১০কোটি টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি রবিবার গোসাইপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে ১.৩৭লক্ষ। রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ২.৩৩কোটি।আসছে মে-জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন করা হোক বলেও অভিমত দেন মুখ্যমন্ত্রী। এদিন গোসাইপুরের উত্তরা ময়দানে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির নতুন আবেদনকারীদের বিধবা ভাতা প্রদানও করেন মুখ্যমন্ত্রী।
অপরদিকে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে সেরে পাহাড়ে পা রাখতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন পাহাড়বাসী। রবিবার কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় পতাকা নিয়ে হাজির হন অনীত থাপার প্রজাতান্ত্রিক গোর্খা মোর্চার কর্মী ও সমর্থকরা। সেখানে প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মুখমন্ত্রীর চারদিনের দার্জিলিং সফরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা শৈল শহর দার্জিলিঙকে।