চোখে দেখে না,কথা বলে না অথচ কি সুন্দর সংস্কৃতি মেলে ধরলো ওরা!!

নিজস্ব প্রতিবেদন ঃ ওদের কেও চোখে দেখে না,কেও কানে শোনে না।কেও আবার কথাই বলতে পারে না। কিন্তু বিশেষ প্রতিবন্ধকতা উপেক্ষা করে ওরা যে কেও সুন্দর গাইতে পারে,কেও যে নয়ন-ভোলানো নৃত্য করতে পারে তা সত্যি অপূর্ব। রবিবার বিকেলে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির সেই অনুষ্ঠান রুপকথা।এদিন সন্ধ্যায় শিলিগুড়ি কাওয়াখালিতে অবস্থিত ওই সংস্থা বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দীনবন্ধু মঞ্চে।জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যান খান সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংস্থার সম্পাদক তথা সমাজসেবী চন্দন ঘোষ জানিয়েছেন, তাঁরা বিশেষ চাহিদাসম্পন্নদের মূল স্রোতে ফেরাতে সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে সাংস্কৃতিক কর্মকান্ডও রয়েছে। এদের মধ্যে এমন অনেক প্রতিভা রয়েছে যাদের সঙ্গীত, নৃত্য বা অন্য সৃজন কাজ স্বাভাবিক মানুষদের কাজকর্মকেও হার মানায়।