১০৮দিন পর অবশেষে খুলে গেলো ত্রিহানা চা বাগান

নিজস্ব প্রতিবেদন : শেষমেষ ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলে গেল বাগডোগরার ত্রিহানা চা বাগান। ১০৮ দিন ধরে বাগানটি বন্ধ ছিলো। সোমবার থেকে আবারও বাগানটি স্বাভাবিক হওয়ার পথে ।
গত ১০ নভেম্বর বোনাস সমস্যা তৈরি হয় বাগানে।তারপর থেকে বাগডোগরার ত্রিহানা চা বাগান বন্ধ হয়ে যায় ।লকআউট নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার পর থেকে সমস্যার মধ্যে পড়ে বাগানের শ্রমিকরা ।এরপর থেকেই বোনাস ও মজুরির দাবিতে বেশ কয়েকবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা।শেষে ২৪ ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয়।বৈঠকের পর সোমবার থেকে খুলে যায় বাগান।
সোমবার বাগান খুললেও অনেক শ্রমিকে খুশি নয়।তাদের বক্তব্য , বাগান খুললেও একমাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে।এই একমাস কিভাবে তাদের চলবে।অন্যদিকে ১৮ শতাংশ বোনাস নিয়েও খুশি নন শ্রমিকেরা।
এই সম্পর্কে বাগানের সিনিয়র ম্যানেজার বলেন , শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি আগামীতে ২ কিস্তিতে পরিশোধ করা হবে।এই সিদ্ধান্তেই বাগান খোলা হয়েছে।
অপরদিকে বাগানকে স্বাভাবিক রুপে ফেরানোর উদ্দেশ্য নিয়েই কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :