স্বচ্ছ জল স্বচ্ছ মন কর্মসূচির অঙ্গ হিসাবে সাফাই কর্মসূচি মহানন্দা নদীতে

নিজস্ব প্রতিবেদন : সন্ত নিরংকারী চ্যারিটেবল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় রবিবার সদ্ গুরু বাবা হরদেব সিং জী মহারাজের ৬৯তম জন্মদিবস উপলক্ষে “অমৃত পরিযোজনার” অংশ হিসেবে “স্বচ্ছ জল স্বচ্ছ মন” প্রকল্পের অঙ্গ স্বরূপ শিলিগুড়ি মহানন্দা নদী ও লালমোহন মল্লিক ঘাট এলাকায় সেবামূলক এক সাফাই কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিশনের শিলিগুড়ি, বাগডোগরা, তারাবাড়ি ও এনজিপি এলাকার প্রায় ৬০০ থেকে ৭০০ ভক্ত একত্রিত হয়ে শৃঙ্খলাপরায়ণভাবে এই সেবামূলক কাজে অংশগ্রহন করেন। সন্ত নিরঙ্কারী মিশনের বর্তমান সদ্ গুরু মাতা সুদীক্ষা জী মহারাজের আদেশ অনুসারে এই অভিযানে ভারতবর্ষের প্রায় ১১০০ টি শহর ও গ্রামগঞ্জের নদী, নালা ,পুকুর ,ডোবা ,খাল স্বেচ্ছায় সন্ত নিরংকারী ভক্তবৃন্দের মাধ্যমে সাফাই করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব অন্তরে প্রেম ও পরোপকারের ভাব জাগরিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কারণ অন্তর বাহির একসাথে স্বচ্ছ হয়ে উঠলেই সদ্ গুরু বাবাজীর জন্ম দিবস পালন সার্থকতা লাভ করবে। সার্থক হবে সাফাই অভিযানের মত সামাজিক সেবামূলক কর্মসূচিও।