শিলিগুড়ি উইনার্স ক্লাবে দুদিনের যোগা প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদন ঃ অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শিলিগুড়ি নবগ্রামের উইনার্স ক্লাব প্রাঙ্গণে শনিবার ২৫ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী যোগব্যায়ামের কর্মশালা এবং সেমিনার। উইনার্স ক্লাবের সহযোগিতায় এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহন করছেন। সমাজের পিছিয়ে পড়া অথবা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী মানুষের পাশে থেকে তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন কাজ করে অন্য ধ্রুপদ। এই যোগব্যায়াম কর্মশালায় অন্য সকলের সঙ্গে যোগ দিয়েছে বিশেষভাবে সক্ষমরা। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছেন যোগগুরু শোভন সিনহা, সঞ্জীব ঘোষ প্রমুখ। প্রগতি কলেজ অফ ইন্সটিটিউট এর পূর্বতন ইন্সট্রাক্টর সঞ্জীব ঘোষ বর্তমানে ইন্সপিরিয়া কলেজে অ্যাডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত। এছাড়াও তিনি নিজে মোরারজি দেশাই ন্যাশনাল যোগা ইন্সটিটিউট, নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।যোগা প্রশিক্ষক অপুরানি উকিল এবং ডাঃ প্রলয় দত্ত সেখানে যোগা বিষয়ক সেমিনারে অংশ নিচ্ছেন। করোনা পর্বে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার বিষয়টি এই কর্মশালায় বিশেষ প্রাধান্য পাচ্ছে। অন্য ধ্রুপদের সমাজসেবী সোমা সান্যাল চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন সময়ে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে যেভাবে পিছিয়ে পড়া মানুষদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করেছে অন্য ধ্রুপদ এই যোগব্যায়াম কর্মশালা সেই পরিকল্পনারই আরও একটি অধ্যায়।