খস জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান উধৌলি

নিজস্ব প্রতিবেদন ঃ খস জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান উধৌলি পুজো রবিবার আয়োজিত হল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তিতে।খস জনজাতি সংঘের পক্ষ থেকে এই পূজো আয়োজিত হয়।উধৌলি পুজো শীতের সময় হয়ে থাকে।প্রাচীনকাল থেকে খস জনজাতির মানুষেরা পাহাড় থেকে নেমে আসার সময় এই পুজোর আয়োজন করত।পুজো সম্পর্কে খস জনজাতি সংঘের সম্পাদক শচীন ছেত্রী বলেন,”প্রকৃতি ও পশুদের সুরক্ষার উদ্দেশ্যে এই পুজোর আয়োজন।খস জনজাতির মানুষের জীবিকা ছিল পশুপালন।পশুদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে উধৌলি পুজোর আয়োজন।”