নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ বৃহস্পতিবার খবরের ঘন্টা পোর্টালে শিলিগুড়ি চয়নপাড়ার প্রদীপ শিল্পীদের আর্থিক দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।সেই প্রতিবেদনে প্রতিবন্ধী প্রদীপ শিল্পী সাধন পালের দুর্দশার খবর জানানো হয় । আর সেই খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার একটি প্রয়াস নামের সংস্থা প্রদীপ শিল্পী সাধন পালের পাশে দাড়ালো। এদিন একটি প্রয়াসের তরফে তনিমা ঘোষসরকার, সুস্মিতা দে ও শক্তি পাল চয়নপাড়ায় যান। তারা সাধন পালের হাতে চাল, ডাল,মুড়ি সহ অন্যান্য খাবার তুলে দিয়ে কিছু জামাকাপড়, ধুতি তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রঞ্জন শীলশর্মাও। তনিমা ঘোষ ও শক্তি পাল জানান, সামনে দীপাবলি।এই প্রদীপ শিল্পীরা দিনরাত পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছেন দীপাবলির প্রদীপ তৈরির জন্য।অথচ তাদের ঘরেই থাকে অন্ধকার। চিনের আলো আজ সব গ্রাস করছে। তাই তারা একটি প্রয়াসের তরফে এদিন প্রতিবন্ধী ও দুঃস্থ প্রদীপ শিল্পী সাধন পালের পাশে থাকলেন। আগামীতে তারা আরও এই ধরনের কাজ চালিয়ে যাবেন। কাউন্সিলর রঞ্জন শীলশর্মা সেখানে বলেন, চয়নপাড়ার মাটির প্রদীপ দেশের বিভিন্ন প্রান্তে যায়। এখানে মাটির প্রদীপ ছাড়া আরও মাটির অনেক কিছু তৈরি হয়। তারা চাইছেন ইস্টার্ন বাইপাশের পাশে এমন একটি জায়গা যেখানে মাটির বিভিন্ন জিনিস বিক্রি হতে পারে।