শিলিগুড়ির আর্য্য সমিতিতে নাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার ঐতিহ্যমণ্ডিত সংস্থা আর্য্য সমিতির ৭৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে গত বসন্ত পঞ্চমী থেকে। সেই ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে সারা বছর ধরে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আর্য্য সমিতি। ইতিমধ্যে বেশ কয়েকটি খেলার আসর বসেছে আর্য্য সমিতি চত্বরে। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানতো ছিলই। এবারে অনুষ্ঠিত হলো নাট্য উৎসব। উত্তাল নাট্যগোষ্ঠীর সহযোগিতায় গত ২৩ থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত আর্য্য সমিতি হল ঘর চত্বরে নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। আর্য সমিতির উদ্যোগে এই নাট্য উৎসবে সহায়তার হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী। সেখানে উত্তাল এর প্রযোজনায় নাটক মনি কাঞ্চন, কালো ব্যাগ, এক সন্ধ্যায়, বাঁচার উপায়, চায়ের সঙ্গে চাই এবং ১৬ পাতা নাটকগুলি মঞ্চস্থ হয়। ঋত্বিক এর প্রযোজনায় মঞ্চস্থ হয় শান্তি নাটকটি। বলাকা নাট্যগোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ
হয় পেশকারের বিচার। এছাড়া দর্পনের প্রযোজনায় মঞ্চস্থ হয় ক্যান্সার নামক নাটকটি। নাটকের সঙ্গে সংগীত এবং নৃত্য অনুষ্ঠানও ছিল। নাট্য উৎসব শুরুর দিন পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী,শরদিন্দু চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আর্য্য সমিতির সম্পাদক রানা দে সরকার জানিয়েছেন, তাদের এই বর্ষব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনে আরো অনুষ্ঠিত হবে। চারদিকে সুস্থ বাতাবরণ তৈরি করতে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে তাদের এই ধারাবাহিক কর্মসূচি বলে রানা দে সরকার জানিয়েছেন। প্রসঙ্গত প্রাচীন শিলিগুড়িতেও মিত্র সম্মিলনীর সঙ্গে এই আর্য সমিতি নাটক,যাত্রা প্রভৃতি সংস্কৃতির প্রসারে অসামান্য অবদান রেখেছিলো।সেই ধারাই বজায় রাখার চেষ্টা করছেন রানা দে সরকার সহ আর্য্য সমিতির সমস্ত ক্রীড়া ও সংস্কৃতি অনুরাগী সদস্যরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-