রক্তদানে নজির গড়ার জন্য রাষ্ট্রীয় সেবা রত্ন পুরস্কার পেলেন এই মহিলা

নিজস্ব প্রতিবেদন:রক্তদানে নজির গড়ার জন্য রাষ্ট্রীয় সেবা রত্ন পুরস্কার পেলেন পম্পা সূত্রধর!
জলপাইগুড়ি পান্ডা পাড়ায় বাড়ি পম্পা সূত্রধরের। বিভিন্ন সামাজিক কাজ বহুদিন ধরে করে চলেছেন তিনি। সেই সব সামাজিক কাজের মধ্যেই একটি হলো রক্ত সংকট মেটানোর উদ্যোগ।বহু দিন ধরে নিজের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করে চলেছেন! নিজেও রক্তদান করতে পিছুপা হন না তিনি।
এবারে তিনি ৪০ তম রক্তদান করলেন!
উত্তর প্রদেশ রামকৃষ্ণ সেবা ফাউন্ডেশনের মেজর ধ্যানচাঁদ খেলা উত্থান সমিতির মাধ্যমে সম্পূর্ণ ভারত এবং নেপাল জুড়ে যারা রক্তদান করে এসেছেন!
তাদের মধ্যে অন্যতম হলেন জলপাইগুড়ি পান্ডা পাড়ার বাসিন্দা পম্পা সূত্রধর! গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন পম্পা সূত্রধর। তাকে সামাজিক কাজের সঙ্গে রক্তদানে অসামান্য অবদানের জন্য
“রাষ্ট্রীয় সেবা রত্ন পুরস্কারে” সম্মানিত করা হলো!!
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-